বৃষ্টি হলেই কলকাতার কোনও কোনও এলাকায় জমে যায় জল। যদিও এই জমা জল এখন দ্রুতই বের করে দিতে সক্ষম পুরসভা। তবুও কিছু কিছু এলাকায় জল যন্ত্রনার চিত্র বদলায়নি। এই প্র সঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, খুব শীঘ্রই কলাকাতার মানুষ জমা জলের যন্ত্রনা থেকে মুক্তি পাবেন। মানুষকে জল যন্ত্রনার মধ্যে ফেলে রাখা যাবে না। প্রসঙ্গত এই ব্যাপারে স্থায়ী সমাধানের জন্য আগেই উদ্যোগী হয়েছিলেন কলকাতার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। কলাকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা কেআইপি শহরের নিকাশির কাজ দেখাশোনা করে। কলাকাতার মুখ্য প্রশাসক সপ্তাহখানেক আগেই এনিয়ে কেইআইপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানেই তিনি ক্ষোভের সঙ্গে বলেছিলেন কোনও সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে না। সারা জীবন মানুষ দুর্ভোগে থাকবেন সেটাও মেনে নেওয়া যায় না। সূত্রের খবর, ওই বৈঠকেই ফিরহাদ হাকিম কেআইপি আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন নিকাশির কাজ শেষ করার সময়সীমা নির্দিষ্ট করে একটি টাইমলাইন দেওয়ার। মুখ্য প্রশাসকের নির্দেশ পেয়েই নড়েচড়ে বসেন কেআইপি আধিকারিকরা। তাঁরাও নির্দিষ্ট সময়সীমা জানিয়ে দেয় কলকাতা পুর সংস্থাকে। শনিবার সেই সময়সীমা জানিয়ে এলাকাভিত্তিক একটি তালিকা প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম।