আগামী ২৩ ডিসেম্বর থেকে খুলছে পুরীর জগন্নাথ মন্দির। শনিবার মন্দির কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ওই প্রস্তাব ওড়িশা সরকারের কাছে আগামী সপ্তাহে পাঠানো হবে। তবে খুললেই সঙ্গে সঙ্গে মন্দির দর্শনে যেতে পারবেন না অন্য রাজ্যের পুণ্যার্থীরা। শুধু পুরীর বাসিন্দারাই ৩১ ডিসেম্বর পর্যন্ত জগন্নাথ দর্শন করতে পারবেন। ১ ও ২ জানুয়ারি মন্দির বন্ধ থাকবে। তারপর ৩ জানুয়ারি থেকে সব ভক্তের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। তবে মন্দির দর্শন করতে কোভিড বিধি মানতে হবে বলে জানিয়েছে মন্দির কমিটি। প্রাথমিকভাবে প্রতিদিন পাঁচ হাজার ভক্তকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।