কলকাতা

এবার যাদবপুরকাণ্ডে রেজিস্টার ও ডিন অফ স্টুডেন্টসকে লালবাজারে তলব

এবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে লালবাজারে তলব করা হল। বুধবার দুপুর ৩টেয় তাঁদের  জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় আরও ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ।  তাঁদের মধ্যে তিনজন প্রাক্তনী। ধৃতেরা পলাতক ছিলেন বলে জানা গিয়েছে। এদের জেরা করে নতুন কোন তথ্য উঠে আসে কিনা এখন সেটাই দেখার। সম্প্রতি যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় আগেই এক প্রাক্তনী ও দুই পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। আগেই জানা গিয়েছিল আরও অনেকে এই ঘটনায় জড়িত থাকতে পারে। যতই তদন্ত এগিয়েছে ততই নতুন নতুন নাম সামনে এসেছে। এবার ধৃতদের থেকে কোন নতুন নাম উঠে আসে কিনা সেটাই দেখার বিষয়।