বিনোদন

ফের পিছিয়ে গেল অজয় দেবগন অভিনীত ‘ময়দান’-এর মুক্তি

ফের পিছিয়ে গেল অজয় দেবগন অভিনীত ‘ময়দান’-এর মুক্তি। ২০২১ সালের ১৩ আগস্ট এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, আজ অজয় দেবগন জানান সেই তারিখ পরিবর্তন করে ১৫ অক্টোবর ছবির মুক্তির দিন স্থির করা হয়েছে। ‘ময়দান’-এর শুটিংয়ের জন্য এক বিশাল সেট তৈরি করা হয়েছিল এই বছরে। তার মধ্যে ছিল এক বিশাল ফুটবল ময়দানও। তবে কোরোনার কারণে সেই পুরো সেটকে ভেঙে দিতে হয়। পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার শুরু হয়েছে সেট তৈরির কাজ। ১৬ একরের জমির উপর তৈরি হচ্ছে বিশালাকার সেট। আর সেট তৈরি হলেই শুরু হবে শুটিং। অজয় জানিয়েছেন যে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে ফ্লোরে ফিরবে ‘ময়দান’। ফাইনাল শিডিউলের শুটিং শেষ করে ১৫ অক্টোবর হবে ছবির মুক্তি। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ ‘ময়দান’ ছবির প্রেক্ষাপট। লেজেন্ডারি কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয়। ভারতীয় ফুটবলের জনক বলা হয় তাঁকে। ১৯৫০ সাল থেকে ১৯৬৩ সাল অবধি পুরো সময়কাল ভারতের জাতীয় ফুটবল টিমের ম্যানেজার পদে ছিলেন রহিম। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়মণি, গজরাজ রাও ও রুদ্রনীল ঘোষ। উচ্ছ্বসিত রুদ্রনীল নিজেও এই খবরটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন।

https://www.instagram.com/p/CIsFQdapWMI/?utm_source=ig_embed