জেলা

১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে বেলুড় মঠের সময়সূচি

বাংলার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তাই এক এক করে ধর্মীয়স্থানগুলি খুলে দেওয়া হচ্ছে ভক্তদের জন্য। ১৮ আগস্ট থেকে খুলে দেওয়া হয়েছে বেলুড় মঠের দ্বার। তবে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে বদলে দেওয়া হচ্ছে প্রবেশের সময়সূচি। পুরনো নিয়ম মেনে সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে। বিকেলে ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত বেলুড়ে প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার শংসাপত্র দেখাতে হবে। প্রবেশের সময় দেখাতে হবে আধার, প্যান বা ভোটার আইডির প্রতিলিপি। যদি দু’টি ডোজ নেওয়া না থাকে, সেক্ষেত্রে দেখাতে হবে ৭২ ঘণ্টা আগে করা করোনা টেস্টের রিপোর্ট। করোনা কালের আগে জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাগম হত। গতবছর বন্ধ রাখা হয়েছিল। এবছর মঠের দরজা খুললেও জন্মাষ্টমীতে ভক্তরা মঠে প্রবেশ করতে পারবেন না। কারণ, করোনা বিধি ভঙ্গ হতে পারে। সেই আশঙ্কা থেকেই মঠ কর্তৃপক্ষ ৩০ আগস্ট ভক্তদের জন্য প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোভিডবিধি মেনে মঠের ভিতরে জন্মাষ্টমী পুজো হচ্ছে।