কলকাতা

করোনা পরিস্থিতি সামাল দিতে ৪৮১ জন ডাক্তার সহ ১৩,২৪৪ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করল রাজ্য সরকার

করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার ৪৮১ জন ডাক্তার সহ ১৩,২৪৪ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করল। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ‘ওয়াক ইন ইন্টারভিউ’য়ের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চালায় স্বাস্থ্যদপ্তর। ওই দপ্তর থেকে নবান্নে পাঠানো রিপোর্টে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় করোনা মোকাবিলায় চিকিৎসার জন্য ৪৮১ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। মেডিক্যাল অফিসার ৭৫৩ জন নিয়োগ করা হয়েছে। স্টাফ নার্স নিয়োগ করা হয়েছে ৩৫১৬ জন। ল্যাব টেকনিশিয়ানস ৫৮১ জন। হসপিটাল অ্যাটেনডেন্টস নিয়োগ হয়েছেন ৫৯৮ জন। ৩৫২ জন স্যানিট্যারি অ্যাটেনডেন্টস। ৯০ জন প্যারামেডিক অ্যাটেনডেন্টস। ৯৬ জন ডেটা এন্ট্রি অপারেটর। ১১ জন কুক কাম কেয়ারটেকার। স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের করোনা মোকাবিলায় যুক্ত করা হচ্ছে। ২৪৫০ ইন্টার্নকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া রাজ্যের ইএসআই হাসপাতালের ১১০০টি বেড করোনা রোগীদের জন্য বরাদ্দ করা হয়েছে। সেইসব বেডে যাতে অক্সিজেন পাওয়া যায় তার ব্যবস্থাও করা হচ্ছে। রাজ্য সরকারের এখন প্রধান কর্তব্য হল, করোনা মোকাবিলার জন্য বেড বাড়ানো, অক্সিজেনের ব্যবস্থা করা। এ বিষয়ে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বেলা ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বাস্থ্যদপ্তরের সব অফিসারকে নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।