কাজের জন্য ভিন রাজ্যের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর শ্রমিক কলকাতায় আসেন। কিন্তু মাথা গোঁজার মতো জায়গা না থাকায় অনেকেই শহরের বিভিন্ন ফুটপাতে আস্তানা গেড়ে বসবাস করেন। সেই দুর্দশা দূর করতে এবার উদ্যোগী হলেন রাজ্যের নতুন আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার দফতরের দায়িত্ব নিয়েই তিনি সুখবর শুনিয়েছেন। তাঁর কথায়, ‘ভিন রাজ্য ও জেলা থেকে কাজের তাগিদে শহরে আসা শ্রমিকদের আবাসন গড়ার জন্য জমির খোঁজ শুরু করেছি। রেল ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন দফতরের আধিকারিকরা। জমি পেলেই শুরু হবে আবাসন গড়ার কাজ। আশা করা যায়, ভিন রাজ্য ও জেলা থেকে আসা শ্রমিকদের মাথা গোঁজার যে সমস্যা রয়েছে তা দূর করা সম্ভব হবে।’ আবাসন মন্ত্রীর দায়িত্ব নিয়ে এদিন দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবাসন দফতরের অধীনে থাকা বিভিন্ন এলআইজি কোয়ার্টারে যারা বর্তমানে ভাড়াটে হিসেবে বসবাস করছেন তাদের সংশ্লিষ্ট কোয়ার্টার কিনে নেওয়ার অনুরোধ জানানো হবে। কেননা ভাড়া বাবদ যে অর্থ সরকারি কোষাগারে জমা পড়ে রক্ষণাবেক্ষণের জন্য তার চেয়ে অনেক বেশি খরচ হয়। ফলে সরকারের বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাছাড়া বিভিন্ন কাজের জন্য শহরে আসা ভিন রাজ্য ও রাজ্যের বিভিন্ন জেলার শ্রমিকদের জন্য আবাসন গড়ে তোলারও সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘শহরের বেশ কয়েকটি জায়গায় শ্রমিকদের জন্য আবাসন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। বহু সংস্থা ভিন রাজ্য ও জেলা থেকে কাজের জন্য যে শ্রমিক নিয়ে আসে, সেই শ্রমিকরা ওই আবাসনে থাকবেন। ভাড়া বহণ করবে সংশ্লিষ্ট সংস্থা। কাজ শেষে ফের ওই আবাসন খালি করে দেবে। যাতে অন্য সংস্থার শ্রমিকরা থাকতে পারেন। এতে যেমন ভিন জেলা ও রাজ্য থেকে আসা শ্রমিকদের থাকার সমস্যা মিটবে, তেমনই কলকাতা শহরের যত্রতত্র ঝুপড়ি বানিয়ে আস্তানা গাড়ার মতো ঘটনাকেও নিয়ন্ত্রণে আনা যাবে।’