কলকাতা

৫২ জন আইপিএস-কে বদলি করল রাজ্য সরকার

মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব বদলের কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা এবং রাজ্য পুলিশের উঁচুতলায় বড় ধরনের রদবদল কথা ঘোষণা করল রাজ্য স্বরাষ্ট্র দফতর। একধাক্কায় পুলিশের ৫৫টি পদে রদবদল করল রাজ্য সরকার। এঁদের মধ্যে ৫২ জনই আইপিএস আধিকারিক। বাকি ৩ জন রাজ্য পুলিশ সার্ভিসের। অন্যদিকে, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি কুণাল আগরওয়ালকে পাঠানো হল কম্পালসারি ওয়েটিং-এ। পদে অবনতিও হয়েছে বেশ কয়েকজনের। সোমবার নবান্ন থেকে জারি করা নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতার নতুন জয়েন্ট সিপি (এসটিএফ) হচ্ছেন ভি সলোমন নেশাকুমার। ডিআইজি মালদহ প্রবীণ কুমার ত্রিপাঠি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে প্রবীণ কুমারের বিরুদ্ধে বদলির নির্দেশ জারি করেছিল কেন্দ্র। কারণ, তাঁর এলাকায় হামলার মুখে পড়তে হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। কিন্তু সেই সময় তাঁর বদলি আটকে দেয় নবান্ন। বারাসাত রেঞ্জ ডিআইজি করা হল প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার দীপনারায়ণ গোস্বামীকে নিয়ে আসা হল রাজ্য পুলিশের এসটিএফ-এর ডিআইজি পদে। দুর্নীতি দমন শাখার এসপি হলেন কোটেশ্বর রাও।এদিকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি হলেন শ্যাম সিং। এছাড়া, এক মাসে চারবার পুলিশ সুপার বদল হল ঝাড়গ্রামে। মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার দিনই ঝাড়গ্রাম পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়কে বদলি করে ধৃতিমান সরকারকে দায়িত্ব দেওয়া হয়। কয়েকদিন পার হতেই ধৃতিমান সরকারকে ঝাড়গ্রাম থেকে সরিয়ে বাঁকুড়া পুলিশ সুপার করা হল। দীর্ঘ কয়েক দিনের টানাপড়েনের পর সোমবার মুখ্যসচিবের পদ থেকে অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় সোমবার থেকেই রাজ্যের পরবর্তী মুখ্যসচিবের দায়িত্ব নেন হরিকৃষ্ণ দ্বিবেদী। দ্বিবেদীর ফাঁকা হওয়া পদ স্বরাষ্ট্রসচিবের পদে আনা হয় আরেক অভিজ্ঞ আমলা বিপি গোপালিকা।