কলকাতা

পরীক্ষার্থীদের যেন কোনও অসুবিধা না হয়, বাস-ট্যাক্সি-অটো চালানোর কড়া নির্দেশ রাজ্য সরকারের

 বিতর্ক বা আপত্তি থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সূচি মেনেই শুরু হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষা। রাত পোহালেই দেশজুড়ে প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী সর্বভারতীয় প্রতিযোগিতামূলক এই প্রবেশিকা পরীক্ষায় অংশ নেবে। এরপর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ শুরু নিট পরীক্ষা। আর পরীক্ষার্থীদের যাতে কোনওরকম সমস্যা বা অসুবিধা না হয়, তার জন্য তত্‍পর হয়েছে রাজ্য সরকার। জেইই পরীক্ষার্থী জন্য আগামিকাল ১ সেপ্টেম্বর রাস্তায় যাতে সব ধরনের বাস চলে, সেই নির্দেশ দেওয়া হল নবান্নের তরফে। এক বিজ্ঞপ্তি জারি করে সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যে সাড়ে ৭টা পর্যন্ত, ১২ ঘন্টা সব বাস চলার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।এই মুহূর্তে সরকারি-বেসরকারি মিলিয়ে রাস্তায় প্রায় ৩ হাজার বাস চলে শহরে। পরীক্ষার্থীদের স্বার্থে সমস্ত সংগঠনগুলোকেই বাস নামাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে শহরের সবকটি রুটে অটো ও ট্যাক্সি চালাতেও নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা শহরের পাশাপাশি জেলাগুলিতেও একই নির্দেশ দিয়েছে নবান্ন।