বাড়ি ফেরার পথে উত্তর প্রদেশের ঔরৌয়া জেলায় পথ দুর্ঘটনায় মৃত শ্রমিকদের মধ্যে রয়েছেন পুরুলিয়ার বাসিন্দারা। দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে মৃত শ্রমিকদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। দপ্তর সূত্রে জানানো হয়েছে, ‘পুরুলিয়ায় বাড়ি ফেরার পথে উত্তর প্রদেশে মারা গিয়েছেন ওই শ্রমিকরা। ক্ষতিপূরণ হিসেবে ২ লক্ষ টাকা যত দ্রুত সম্ভব মৃতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।’ সরকার ওই শ্রমিকদের পরিবারের পাশে আছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর।