নয়াদিল্লিঃ দ্বিতীয় বারের জন্যে জেইই ও নিট স্থগিতের আবেদন খারিজ করল দেশের শীর্ষ আদালত ৷ করোনা আবহে সর্বভারতীয় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পিছনোর জন্য পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। বাংলা, পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের সেই আবেদন খারিজ হয়। কেন্দ্রের নির্দিষ্ট করে দেওয়া দিনেই পরীক্ষা হবে বলে জানিয়ে দেয় দেশের শীর্ষ আদালত। এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন দায়ের করা হয়। আদালতে অ-বিজেপি রাজ্যগুলির আর্জি ছিল কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও জীবনের অধিকার সুনিশ্চিত করতে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। তার পাশাপাশি অবশ্য ছত্তিশগড় সরকার পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে পরিবহণ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করে রবিবার। অর্থাত্ পরীক্ষা একান্তই না পিছলে বিকল্প ব্যবস্থাও করে রেখেছিল সে রাজ্যের সরকার। এবার সুপ্রিম সিদ্ধান্তে ছবিটা স্পষ্ট হয়ে গেল। কেন্দ্রের সুপারিশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে জেইই মেন পরীক্ষা। ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং। ১৩ সেপ্টেম্বর সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিট। অনিশ্চয়তার মেঘ কাটিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। করোনা আবহে পরীক্ষা পিছবে না।
ফাইল চিত্র।