করোনা সংক্রমণের আবহাওয়া তে সতর্ক মূলক ব্যবস্থা হিসাবে সুপ্রিম কোর্ট নতুন পোশাক বিধির নির্দেশ দিলো ,সুপ্রিম কোর্টের কালো কোর্ট ও গাউনের বদলে বিচারপতি ও আইনজীবীরা সদ্ শার্ট পরে আদালতে আসলেই হবে । বর্তমানে অনলাইনে কিছু মামলার শুনানি হচ্ছে সেইখানে আইনজীবী দের সাদা শার্ট ,সাদা সালোয়ার কামিজ এবং সাদা শাড়ি পরে সওয়াল করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ।