প্রতিবছর ১৯ জ্যৈষ্ঠ লোকনাথদেবের তিরোধান দিবস উদযাপন হয় চাকলার মন্দিরে। আগামীকাল থেকে তিন দিনব্যাপী উৎসব হওয়ারও কথা ছিল। কিন্তু করোনার কারণে তা বাতিল করা হয়েছে। জানানো হয়েছে, এখনই মন্দির খুলছে না। ঘরে বসেই প্রার্থনার অনুরোধ করেছেন মন্দির কমিটির কর্মকর্তারা। কমিটি জানিয়েছে, আরও ১৫ দিন পরিস্থিতির উপর নজর রাখা হবে। তারপর মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। মন্দিরের প্রধান পুরোহিত লকডাউনপর্বে রায়গঞ্জে ছিলেন। রবিবার ফিরে আসার পর তাঁকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে কমিটি।