দেশ

মেয়াদ বাড়লো ‘R&AW’ ও আইবি প্রধানের

দেশের অন্যতম দুই গুপ্তচর সংস্থা ‘R&AW’ এবং গোয়েন্দা সংস্থা ‘আইবি’ পরিচালনার ক্ষেত্রে বড়ো সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। মূলত এই দুটি গুপ্তচর সংস্থা দেশ পরিচালনার ক্ষেত্রে গুরিত্বপূর্ণ সহায়কের ভূমিকা পালন করে থাকে। সেখানে দাঁড়িয়ে এই দুই সংস্থার প্রধানদের কার্যকালের মেয়াদ আরও এক বছর করে বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। ফলে আরও একবছর ‘R&AW’-এর প্রধান হিসাবে দায়িত্বে থাকছেন সামন্ত কুমার গোয়েল এবং আইবি-র প্রধান হিসাবে দায়িত্বে থাকছেন অরবিন্দ কুমার। দেশের নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রের এই সিদ্ধান্ত যথেষ্ট তাতপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের আগামী ৩০ জুন মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ‘R&AW’ প্রধান সামন্ত কুমার গোয়েলের। ফলে তার আগেই অল ইন্ডিয়া সার্ভিসেস রুলের ১৬ (১ এ) এবং ৫৬ (ডি) ধারা অনুযায়ি তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হলো। ফলে আরও এক বছর দায়িত্ব সামলাবেন ১৯৮৪ সালের পাঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার সামন্ত কুমার গোয়েল। অন্যদিকে, চলতি বছরের আগামী ৩০ জুলাই তাঁর মেয়াদকাল শেষ হওয়ার কথা ‘আইবি’ প্রধান অরবিন্দ কুমারের। কিন্ত তার আগেই অসম ক্যাডারের এই আধিকারীকের মেয়াদ কাল আরও একবছর বাড়িয়ে দেওয়া হলো। অবশ্য এই মেয়াদকাল বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীসভার অ্যাপায়েন্টমেন্টস কমিটির কাছ থেকে অনুমোদন নেওয়া হয়।