পরিচালক অরিন্দম শীলের ছবি ‘মায়াকুমারী’ বাংলা চলচ্চিত্রের ১০০ বছর উদযাপন করার কথা মাথায় রেখেই বানানো। ‘মায়াকুমারী’ বাংলা চলচ্চিত্রের ১০০ বছরকে শ্রদ্ধা জানিয়ে তৈরি। এই ছবি একটি মিউজিক্যাল ছবিও বটে। এই ছবিতে রয়েছে মোট ১২ গান। গানে ঠাসা এই ছবির প্রত্যেকটা গানই অন্যটির থেকে বেশ আলাদা। এবারে মুক্তি পেল ছবির তৃতীয় গান। ‘ভালোবেসে এতো জ্বালা যদি সখী’- গানটি। গেয়েছেন ইমন চক্রবর্তী। চল্লিশ পঞ্চাশ দশকের হিট জুটি মায়াকুমারী ও কানন কুমারের গল্প উঠে অসবে এই ছবিতে। প্রেম, রহস্য, ঘাত প্রতিঘাতের ছবি ‘মায়াকুমারী’। ছবির একটি গান ‘মধু মাসে ফুল ফোটে’ অনলাইনেই মুক্তি পেতে চলেছে । এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, অরুণিমা ঘোষ, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশীষ এবং আরও অনেকে।