মা-মেয়ের গল্প নিয়ে আসতে চলেছে ‘চিনি’। এই গল্প যতটা চিনির, ততটাই তার মায়ের। মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবিতে চিনি চরিত্রে অভিনয় করছেন মধুমিতা সরকার। চিনির মায়ের চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য়। মুক্তি পেল ‘চিনি’-র ট্রেলার। ছবির নাম শুনে প্রথমে মনে হতেই পারে যে এই ছবি মা-মেয়ের মিষ্টি গল্প। কিন্তু আদপে তা নয়। বরং এই ছবিকে ‘হরর ফিল্ম’ বলতে শোনা গেল ট্রেলারে। চিনি আর তার মায়ের জটিল অম্লমধুর সম্পর্ক তুলে ধরা হয়েছে এই ছবিতে। যে মহিলা একদম ছাপোসা বাঙালি মায়ের মতো ব্যবহার করে এসেছে এতদিন, তিনি হঠাৎ করে রোজ মদ খেতে শুরু করেন, বিরিয়ানি খেতে শুরু করেন। বারে গিয়ে নাচ বা ছেঁড়া জিন্স পরতেও কোনও অস্বস্তি হয় না তার। মায়ের এই রূপ দেখে তো পুরোপুরি কনফিউসড মেয়ে চিনি। এমন পরিবর্তনের আসল কারণ অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা। যখন চিনির বাবা তাঁর মাকে রোজ মারধর করত। নিজের চাহিদা, ইচ্ছে, ভালোলাগাকে দমিয়ে রাখার ফলেই হয়ত মাঝবয়সে এসে এমন বদলে গেল চিনির মা! মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিয়ে একটু একটু করে খুলতে থাকে চিনি আর আর তার মায়ের সম্পর্কের নানা স্তর। মিটতে থাকে যাবতীয় ভুল বোঝাবুঝি। কিন্তু ছবির শেষে কী হয় তা জানা যায়নি ট্রেলারে। অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকার ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ দাস। বড়দিনে সিনেমা হলে মুক্তি পাবে ‘চিনি’।