কলকাতাঃ এবার থেকে সমস্ত দুরপাল্লার বাসে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক করল পরিবহণ নিগম। বিশেষ করে উত্তরবঙ্গগামী সমস্ত বাসে বাধ্যতামূলক করা হয়েছে থার্মাল চেকিং।ইতিমধ্যেই এসপ্ল্যানেড ডিপোতে কর্মরত যারা তাদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাস ছাড়ার ৩০ মিনিট আগে যাত্রীদের বাসে তোলা হচ্ছে। তার আগে বাস পুরোপুরি ভাবে স্যানিটাইজ করা হচ্ছে। কন্ডাক্টর বা ডিপো কর্মীরাই থার্মাল স্ক্যান করছেন।
ছবি- সংগৃহীত