অর্থনৈতিক প্যাকেজ নিয়ে পর পর চার দিন ঘোষণা হবে। করোনা সংক্রমণ ও লকডাউনের মধ্যে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে ও ‘আত্মনির্ভর ভারত’ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজের ঘোষণা করেছেন, সেই সম্পর্কিত চতুর্থ দফার বৈঠক আজ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আরও কোন কোন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ হবে জানাবেন তিনি । আপাতত অর্থমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় দেশ ।