বিদেশ

বছর শেষেই বাজারে আসছে ভ্যাকসিন, দাবি চিনের

রাশিয়ার করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে জল্পনার মধ্যেই নতুন দাবি চিনের। চিন সরকার পরিচালিত একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা ঘোষণা করেছে, বছরের শেষে তারা বাজারে নিয়ে আসছে করোনা ভাইরাসের ভ্যাকসিন। চিনা কমিউনিস্ট পার্টির সংবাদপত্রে ওই সংস্থার চেয়ারম্যান লিউ ঝিংচেন বলেছেন, তাঁদের তৈরি ভ্যাকসিনের দাম হবে হাজার ইয়ান অর্থাৎ ১৪০ ডলার। ২৮ দিন অন্তর ২ বার করে ভ্যাকসিন নিতে হবে। বড় শহরে ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাসকারী ছাত্র এবং শ্রমিকদের এই ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। তবে যাঁরা গ্রামীণ এলাকায় থাকেন তাঁদের ভ্যাকসিন না নিলেও চলবে। চিনের ১৪০ কোটি মানুষের প্রত্যেকের ভ্যাকসিনটি নেওয়ার প্রয়োজন পড়বে না। তিনি আরও জানান, ২টি ভ্যাকসিন নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তারা বছরে ২২ কোটি ডোজ তৈরি করতে সক্ষম। এদিকে রাশিয়ার ভ্যাকসিন তৈরির পর মস্কোয় ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট গবেষণাকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে। দূতাবাস সূত্রে দাবি করা হয়েছে, ভ্যাকসিনের নিরাপত্তা এবং কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।