দেশ

৩০ সেপ্টেম্বর বাবরি মামলার রায়, আডবানি সহ বাকি অভিযুক্তদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ

বাবরি মসজিদ ধ্বংসের পর কেটে গেছে প্রায় ২৮ বছর। ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ নিয়ে রায় ঘোষণা হবে। শুনানি শেষে বুধবার জানিয়ে দিল বিশেষ সিবিআই বিচারক এসকে যাদব। পাশাপাশি ওই দিন আদালতে আডবানি সহ বাকি অভিযুক্তদেরও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। ওই মামলায় প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি সহ মোট ৩২ জন অভিযুক্ত হয়েছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিজেপি-র উমা ভারতী, বিনয় কাটিয়ার, মুরলী মনোহর যোশী, সাক্ষী মহারাজ, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। রায় ঘোষণার দিল এঁদের সকলকেই উপস্থিত থাকতে হবে আদালতে।