সংসদের বাদল অধিবেশনের প্রথমেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে দেশব্যাপী লকডাউন চলার সময় শ্রমিক স্পেশ্যালে যাত্রাকালীন কত জন মারা গিয়েছেন সেই পরিসংখ্যান নেই। সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে গত শনিবার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ানের লিখিত প্রশ্নের উত্তরে সেই অবস্থান থেকে সরে এসে রাজ্যসভায় কেন্দ্রের তরফে জানানো হয় শ্রমিক স্পেশ্যালে যাত্রাকালীন এখনও পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে। এরপর দুই সাংসদ মালা রায় ও কুম্বাকুডি সুধাকরণের তরফে লিখিত প্রশ্নে নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারের কতজনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা জানতে চান। সেই সঙ্গে আরও কয়েকটি প্রশ্নে ওই ট্রেনে নিহত পরিযায়ী শ্রমিকদের বিষয়ে তথ্য চাওয়া হয়। ওই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল লিখিত উত্তরে জানিয়ে দিলেন, নিহতদের পরিবারের তরফ থেকে কোনও ক্ষতিপূরণ চাওয়া হয়নি। ফলে কাউকে ক্ষতিপূরণ দেওয়াও হয়নি।