জেলা

গড়াচ্ছে না রথের চাকা, তবে নিয়ম মেনেই পুজো ইসকন ও মাহেশে

কোভিড আবহে ভক্তদের ছাড়াই পালিত হচ্ছে রথযাত্রা। সমস্ত আচার মেনে পুজো হলেও, কাটছাঁট করা হয়েছে বেশ কিছু বহু বছর ধরে চলে আসা রীতি। করোনার সংক্রমণের আশঙ্কায় এবার চলছে না রথ। লোকারণ্য নেই বিখ্যাত মাহেশের মন্দিরেও। গত বছরের ন্যায় এবছরও গড়াবে না রথের চাকা। দেশের দ্বিতীয় প্রাচীন মাহেশের রথের দেখা মিলবে না পথে। এবার রথের দিনে মাসীর বাড়ি যাওয়া হবেনা জগন্নাথ-বলরাম-সুভদ্রার। এর পরিবর্তে নারায়ণ শিলা নিয়ে যাওয়া হবে। মাহেশের মন্দিরে সকাল ৯ টায় জগন্নাথদেবের বিগ্রহ মন্দির গর্ভ থেকে বের করে সামনে এনে রাখা হয়েছে। সেখানেই নিয়ম নিষ্ঠা মেনে চলছে পুজো। জানা গিয়েছে, বিকেল চারটেয় বিগ্রহকে রথের চারপাশে প্রদক্ষিণ করিয়ে দামোদর করানো সম্পন্ন হলে মন্দিরের পিছনে তৈরি অস্থায়ী মাসীর বাড়িতে নিয়ে যাওয়া হবে। আর নারায়ণ শিলা রওনা হবে মাসীর বাড়ির উদ্দেশ্যে। অন্যান্য বারের তুলনায় এবার মাহেশে ভক্ত সমাগম নেই। গুটিকয়েক মানুষ আসছেন নিজেদের মনস্কামনা পূর্ণ করতে। তাঁদের হাতে স্যানিটাইজার ও মুখে মাস্ক নিয়ে মন্দিরে ঢুকতে দিচ্ছেন সেবাইতরা। সেই সঙ্গে পুজো শেষ হতেই মন্দির ছেড়ে দেওয়ার ঘোষণা চলছে মাইকে। অন্যদিকে, একই ছবি মায়াপুরেও। মায়াপুর ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কনশাসনেস (ইসকন) এবছরের মত স্থগিত রেখেছে রথযাত্রা। এর পরিবর্তে একটি রথেই জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহ নিয়ে মন্দিরের মধ্যেই ২০০ মিটার পাড়ি দেওয়া হবে। তবে তা রথ নয়, একটি মোটর গাড়ি। করোনা আবহে ভক্ত সমাগম রোধে এই সিদ্ধান্ত ইসকনের।