কৃষি আইনের প্রতিবাদে কৃষক বিক্ষোভ ক্রমশই দানা বাঁধছে। রাজধানীর বুকে আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখান হল। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ দিল্লির ইন্ডিয়া গেটের সামনে নতুন কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখায় একদল প্রতিবাদী। তারা একটি ট্রাক্টর নিয়ে আসে। ইন্ডিয়ার গেটের সামনে সেটিতে আগুন জ্বালিয়ে দেয়। পরে দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণেআনে। বিক্ষোভকারীদের দাবি নতুন কৃষি আইন ভারতীয় কৃষকদের কাছে মৃত্যুর পরোয়ানা। একটি কৃষকের কুশপুতুলও নিয়ে তারা প্রতিবাদ দেখান। স্থানীয় প্রশাসন জানিয়েছে ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ দেখায়। তারাই ট্রাক্টরটি নিয়ে আসে। ইন্ডিয়াক গেটের সামনে ট্রাক্টরটি ফেলে আগুব জ্বালিয়ে দেয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। দিল্লির পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্নাটকেও এখন চলছে কৃষকদের প্রতিবাদ-আন্দোলন। পঞ্জাবে অমৃতসর-দিল্লি রেললাইনের উপর অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাষিরা। রাষ্ট্রপতি তিনটি কৃষি বিলে সই করার পর কৃষকদের আন্দোলন আরও জোরদার হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।