কলকাতা

বৃষ্টিতে ভাসছে গোটা দক্ষিণবঙ্গ, জমা জলে নাকাল কলকাতাবাসী

অতিবৃষ্টিতে বিপর্যস্ত গোটা দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে এদিনও মেঘাচ্ছন্নই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবার সকাল থেকে কলকাতায় বৃষ্টির দাপট কিছুটা কমলেও রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি এখনও অবিরাম। নিম্নচাপের ভ্রুকুটি এখনও বিদ্যমান রাজ্যের উপরে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবারও হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিন দুপুর থেকে ধীরে ধীরে শক্তিক্ষয় হবে নিম্নচাপের। ফলে চলতি সপ্তাহের সোম এবং মঙ্গলবারের মধ্যে তীব্র বৃষ্টি হয়তো বুধবার হবে না। এদিকে গত দুদিনের তুমুল বৃষ্টির জেরে কলকাতার একাধিক রাস্তা এখনও জলমগ্ন। জলযন্ত্রণায় কার্যত নাকাল কলকাতাবাসী। জল জমে রয়েছে বিমানবন্দরের রানওয়েতে। সেই কারণে বিমান পরিষেবাও বিহ্নিত হচ্ছে। এছাড়া বহু রেললাইনও এখনও জলের তলায়। ফলে আটকে রয়েছে একাধিক ট্রেন। খড়গপুরেও রেল লাইনে জমে থাকা জলের কারণে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। অন্যদিকে, উত্তর কলকাতার একাধিক রাস্তা এখনও জলমগ্ন। জল জমে রয়েছে বেহালা, মুক্তারামবাবু স্ট্রিট, একবালপুর, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, খিদিরপুর, মহেশতলা, ঠনঠনিয়া, কালীবাড়ি, কসবা এলাকায়। এছাড়াও হাওড়ার সাঁতরাগাছি, দাশনগরেও জল জমে থাকার খবর পাওয়া যাচ্ছে। বেহালা, মুক্তারামবাবু স্ট্রিট, একবালপুর, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, খিদিরপুর, মহেশতলা, ঠনঠনিয়া, কালীবাড়ি, কসবা এলাকায়। এছাড়াও হাওড়ার সাঁতরাগাছি, দাশনগর, উলুবেড়িয়া, বাগনান, সাঁকরাইলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন থাকার খবর পাওয়া যাচ্ছে। রাতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির তাণ্ডব এখনও চলছে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ফলত শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার বাইরে একাধিক জেলায় বহু এলাকা এখনও জলমগ্ন। টানা বৃষ্টির জেরে এ দিন দক্ষিণ ২৪ পরগনার সাগর, নামখানা, পাথরপ্রতিমার বেশ কয়েকটি জায়গায় মাটির বাঁধে ধস নেমেছে। নামখানা ব্লকের মৌসুনি দ্বীপে নারায়ণ পল্লি ও ইন্দ্র পল্লির কাছে বাঁধের অবস্থা বিপজ্জনক। দু’টি জায়গা দিয়ে মাঝেমধ্যে জলও ঢুকছে। বাসিন্দাদের আশঙ্কা, এ ভাবে বৃষ্টি চললে বাঁধ ভেঙে ফের ভাসতে পারে এলাকা। তা ছাড়া সামনেই ষাঁড়াষাঁড়ির কটাল। টানা বৃষ্টিতে হাওড়ার উলুবেড়িয়া, বাগনান, সাঁকরাইলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। একই ছবি হুগলির উত্তরপাড়া, চুঁচুড়া, চন্দননগরে। সোমবার থেকে টানা বৃষ্টিতে আরামবাগ শহরটাই কার্যত নর্দমার চেহারা নিয়েছে।