দেশ

পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যে এখনই কোনও উপনির্বাচন নয়, ঘোষণা নির্বাচন কমিশনের

আপাতত পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা ও তামিলনাড়ুতে হচ্ছে না উপনির্বাচন। মঙ্গলবার এই ঘোষণা করল নির্বাচন কমিশন। তারা জানালো মুখ্য সচিবদের এবং নির্বাচন আধিকারিকদের থেকে তথ্য পেয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ৪ রাজ্যের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচন আধিকারিকরা এখন নির্বাচন করতে অসুবিধার কথা জানিয়েছেন। আসাম, কেরালা ও তামিলনাড়ুর ২টি করে আসনে ও পশ্চিমবঙ্গে ফালাকাটায় উপ নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, এই পর্যায়ে ৪টি রাজ্যের ৭টি আসনে নির্বাচন হওয়ার ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে তারা।