দেশ

‘মণিপুরে আইনকানুন কিছুই অবশিষ্ট নেই, তদন্তে ব্যর্থ রাজ্য পুলিশ’, ডিজিকে সশরীরে হাজিরা দিতে নির্দেশ সুপ্রিমকোর্টের

মণিপুরের উত্তেজনা নিয়ে ফের মুখ খুলল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতের তরফে বলা হয়, মণিপুরে কোনও আইনের শাসন নেই। শুধু তাই নয়, মণিপুরে যা হচ্ছে, তার তদন্ত করতে ব্যর্থ সে রাজ্যের পুলিশ। এমনও মন্তব্য করা হয় সুপ্রিম কোর্টের তরফে।  মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটতে বাধ্য় করে যৌন নির্যাতনের মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত, মণিপুরের ডিজি-কে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিল। শুক্রবার দুপুর ২টোর মধ্যে মণিপুরের ডিজি-কে সুপ্রিম কোর্টে সশরীরে হাজির নির্দেশ দেওয়া হয়েছে। মণিপুরের মহিলাদের যৌন হেনস্থা মামলায় তদন্ত বেশী ধীর গতিতে হচ্ছে বলে বিরক্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। মণিপুরে নারীদের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। প্রশাসনের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্ট জানায়, মে মাসের ৪ তারিখে ঘটনা ঘটার পর কেন ১৮ তারিখে এফআইআর রেজিস্ট্রার করা হল। যখন বিষয়টি জানা গেল যে মহিলাদেরকে নগ্নভাবে হাটিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে তখন কি করছিল পুলিশ? এই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।