বিদেশ

২০২১ সালের আগে বাজারে করোনা ভ্যাকসিন আসার কোনও সম্ভাবনাই নেই, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২০২১ সালের আগে পাকাপাকি ভাবে বাজারে করোনা ভ্যাকসিন আসার কোনও সম্ভাবনাই নেই, জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রোগ্রাম হেড মাইক রায়ান। তাঁর মতে করোনভাইরাসের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বিভিন্ন দেশের গবেষকরা যথেষ্ট ভাল সাফল্য দেখিয়েছেন। কিন্তু সাফল্য যত তাড়াতাড়ি আসুক না কেন, নতুন যে ভ্যাকসিন নিয়ে এখনও গবেষণা চলছে, তা ব্যবহারযোগ্য হয়ে উঠতে সময় লাগবে আরও আগামী ৬ মাস, অর্থাৎ পুরো ২০২০ সালের উল্লেখ করেছেন ডাঃ মাইক রায়ান। ফলে ভ্যাকসিনের জন্য ২০২১ পর্যন্ত অপেক্ষা করতেই হবে বিশ্বের সব কটি দেশকে। ডাঃ রায়ান অন্য বেশ কয়েকটি দেশের তৈরি ভ্যাকসিনের কথা উল্লেখ করেছেন যা এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে সেই সব ভ্যাকসিনের কার্যকারিতা যতটুকু জানা গেছে, তার থেকে এই ব্যাপারে নিশ্চিত যে, ওই ভ্যাকসিন গুলির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বিফলে যায়নি। যার ফলে যত দেরি হোক না কেন, গবেষকদের ওপর আশা রাখছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সারা বিশ্ববাসী।