আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গে সেভাবে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে একধাক্কায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমে গিয়েছিল অনেকটাই। তবে শনিবার থেকেই পারদ সামান্য চড়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ কোচবিহার, অলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙ-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দু-তিন দিন এরকমই চলবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হতে পারে।