জেলা

১০ থেকে ১২ হাজার লোক হয়েছিল, ও কী জানে বেঙ্গল সম্পর্কে! নাড্ডাকে তোপ অনুব্রতর

কাটোয়ার জনসভায় বিশাল লোক সমাগমের আশা করলেও ফাঁকা মাঠেই সভা সারলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ মুকুল রায়, দিলীপ ঘোষের পর জেপি নাড্ডার বক্তব্য শুরুর মিনিট খানেকের মধ্যেই ফাঁকা হতে শুরু করে মাঠ । শনিবার ফাঁকা মাঠ থেকেই তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন, “জেনে রাখুন মমতা দিদি কিছুই করবেন না। আপনারা বারবার চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি চালু করার জন্য। কিন্তু কি হয়েছে। আজ আমরা কৃষক সুরক্ষা অভিযান শুরু করে দিয়েছি। আর চিঠির দরকার নেই। আমরা আসছি কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে।” পাশাপাশি তিনি বলেন, “মমতাজি এমন পরিস্থিতি তৈরি করে রেখেছেন যে পশ্চিমবঙ্গের কৃষক রায় সব থেকে কম লাভ করে অন্যান্য রাজ্যের তুলনায়। কৃষকদের সঙ্গে নিয়েই এবার বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি সরকার।” বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার এই সকল আক্রমণের প্রত্যুত্তর দিতে গিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল নলহাটির জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “১০ থেকে ১২ হাজার লোক হয়েছিল। ও কি জানে বেঙ্গল সম্বন্ধে। বেঙ্গলের ইতিহাস জানে? বেঙ্গলের সংস্কৃতি জানে? ও কি বললো আমাদের কি লাভ আছে। ও গুজরাটি ভাষা ছাড়া আর কিছু জানে না।”