অবশেষে পুলিশের জালে শেখ শাহজাহান। সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের গ্রেফতারিতে রীতিমতো বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস। গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই রাজভবনের সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বললেন, “আমি বলেছিলাম সুড়ঙ্গের শেষে আলো আছে। এটাই গণতন্ত্র। আমরা এটার জন্য অপেক্ষা করেছিলাম। আর হলও তাই। এটা সকলের জন্য শিক্ষা। আশা রাখি বাংলায় আইনশৃঙ্খলার নতুন ভোর হবে। আমি গর্বিত যে ভালো কিছু ঘটল। আশা রাখি এবার সন্দেশখালি নতুন সূর্যোদয় দেখবে।’’ বাংলায় গুন্ডা গ্যাং আছে। তাদের বলছি দ্রুত আত্মসমর্পণ করুক। নইলে আইন নিজের পথে চলে ব্যবস্থা নেবে। আমি সতর্ক করছি, এই গুন্ডারা সারেন্ডার করুক। শাহজাহানের গ্রেফতারে সন্দেশখালির মহিলারা উচ্ছ্বসিত। তাঁরা রাজভবনের পিস রুমে ফোন করেছেন। শেখ শাহজাহানের গ্রেফতারির পর রাজ্যপালের এই প্রতিক্রিয়া রাজনৈতিক ও প্রশাসনিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।