জেলা

এবার দুর্গাপুরেও অজানা জ্বর, হাসপাতালে ভর্তি ৪২ শিশু

এবার দুর্গাপুরে অজানা জ্বরে আক্রান্ত হল ৪২ জন শিশু। দিন কয়েকের ব্যবধানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে পর পর শিশু ভর্তি হওয়ায় আতঙ্ক বাড়ছে জেলা জুড়ে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে এক জনের অবস্থার অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে শিশুদের জন্য ৫৫টি শয্যা রয়েছে। তার মধ্যে জ্বর, সর্দি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছে ৪২ শিশু। আক্রান্তের সংখ্যা আরও বাড়লে পরিস্থিতি কী হবে তা নিয়েও একটা উদ্বেগ তৈরি হয়েছে হাসপাতালে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল বলেন, “শিশুরা ভাইরাল জ্বর নিয়েই ভর্তি হয়েছে। এক সঙ্গে ৪২ শিশুর জ্বর, সর্দি বিশেষ শ্বাসকষ্টজনিত সমস্যা যথেষ্ট চিন্তার বিষয়। তবু কোনও রকম ঝুঁকি নিতে চাইছি না আমরা।” তিনি আরও জানান, শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং অন্যান্য বিভাগের চিকিৎসকদের সঙ্গে নিয়ে একটি বিশেষ দল গঠন করে শিশুদের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।