দেশ

করোনার জন্য এবার ডিজিটাল যোগ দিবস পালন হবে

সংক্রমণের কারণে এই বছর জমায়েত এড়িয়ে ডিজিটাল মাধ্যমেই পালিত হবে বিশ্ব যোগ দিবস। এই বছরের থিম ” বাড়িতে যোগ, পরিবারের সঙ্গে যোগ। ” ২১ জুন বিশ্ব যোগ দিবস পালিত হবে ভার্চুয়ালি, দেশবাসী সকাল সাতটা থেকে যোগ দিতে পারবেন এই অনুষ্ঠানে। আজ সরকারের তরফ থেকে জানানো হয়, “বিদেশে ভারতের লক্ষ্য হল, ডিজিটাল মিডিয়া এবং যোগব্যায়ামকে সমর্থনকারী সংস্থাগুলির নেটওয়ার্কের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো।” আয়ুষ মন্ত্রকের তরফ থেকে এই বছর লেহতে যোগ দিবস অনুষ্ঠিত করার পরিকল্পনা ছিল, তবে কোরোনা সংক্রমণের কারণে তা বাতিল করে দেওয়া হয়। এবার ডিজিটাল যোগ দিবস পালন হবে বলে জানালেন আয়ূষ মন্ত্রী।