দেশ

চার নেতার গৃহবন্দির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই

 হাইকোর্টের নির্দেশকে কিছুতেই মেনে নিতে পারেনি সিবিআই। নারদ মালায় তাদের উদ্দেশ্যে ছিল একটাই চার নেতাকে জেলবন্দি করে রাখা। তাই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই। রাত ১২ টা নাগাদ অনলাইনেই মামলা ফাইল করা হয়। চার নেতা-মন্ত্রীর গৃহবন্দি থাকার নির্দেশের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই নেতা-মন্ত্রীদের গৃহবন্দি থাকার নির্দেশকে বাতিল করে জেল হেপাজতে রাখার জন্য আর্জি জানানো হয়েছে বলে খবর। আজ, সোমবারই তারই শুনানি হবে উচ্চ আদালতে। অন্যদিকে, আজই কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের কাছে  সিবিআই প্রশ্ন তুলবে তিন অভিযুক্ত হাসপাতালের ওয়ার্ডে কি ভাবে ঘুরে বেড়াচ্ছেন। এই সংক্রান্ত ফুটেজ তুলে ধরা হবে আদালতের কাছে। সেই সঙ্গে সেখানে বৈশাখী দেবী ঢুকলেন কি করে এই প্রশ্নও তোলা হবে। উল্লেখ্য, গত শুক্রবার চার হেভিওয়েট ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গৃহবন্দি থাকার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।