বিদ্যুত্ নিয়ে নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাধ্যতামূলক হবে স্মার্ট মিটার লাগানো। বিদ্যুত্ মন্ত্রক ইলেকট্রিসিটি রুলস ২০২০ নিয়ে সাধারণ মানুষ ও রাজ্য সরকারের থেকে পরামর্শ চেয়েছে। জানা গিয়েছে, স্মার্ট ও প্রিপেইড মিটার লাগালে তবে মিলবে বিদ্যুতের কানেকশন। গ্রাহকরা এই স্মার্ট ও প্রিপেইড মিটার নিজেরাই লাগাতে পারবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনও গ্রাহকের বিলের টাকা নিয়ে সমস্যা থাকলে, বিদ্যুত্ সংস্থা রিয়েল টাইম ডিটেইল চাওয়ার অপশন দেবে। জানা গিয়েছে, নতুন পদ্ধতিতে বিদ্যুতের কানেকশন কাটা, মিটার বদলানো, বিল দেওয়া আরও সহজ হবে। নতুন কানেকশন বা কানেকশন স্থানান্তর করার ক্ষেত্রে অ্যাপ ব্যবহার করতে হবে। সেই অ্যাপ চালু করার কথা কিছুদিনের মধ্যেই ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। বিদ্যুতের বিল ক্যাশ, চেক, ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া যাবে।