বিনোদন

সিংঘু সীমান্তের কৃষকদের প্রতিবাদী মঞ্চে এবার স্বরা ভাস্কর

কৃষকের আন্দোলনে কার্যত অবরুদ্ধ রাজধানী। ট্রাক্টর, ট্রলিতে করে শেষ সম্বলটুকু নিয়ে তাঁরা আজ রাস্তায় একজোট হয়েছে সদ্য পাশ হওয়া কৃষি বিলের বিরুদ্ধে। আরও আসছে হাজার হাজারা। করোনা, শীতর মাঝেই পেটের দায়, আগামী প্রজন্মের চিন্তায় ক্ষুব্ধ কৃষকরা ভীড় জমিয়েছেন রাজধানীর জাতীয় সড়ক ৪৪-এ। গোটা দেশের মুখে অন্ন জোগান যাঁরা সেই অন্নদাতাদের এমন বিক্ষোভ দেখছে গোটা দেশ। কেউ নীরব। আবার কেউ বা ‘সোশ্যালে সরব’! এবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে সিংঘু সীমান্তে পৌঁছলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। কেন্দ্রের উদ্দেশে কোনওরকম কটূক্তি নয়, প্রতিবাদী মঞ্চে কৃষকদের পাশে বসেই ‘নীরব প্রতিবাদ’ জানালেন তিনি। দিলজিৎ দোসাঞ্ঝের পর এবার বৃহস্পতিবার সিংঘু সীমান্তে গেলেন স্বরা।স্বরার মন্তব্য, তিনি এখানে কোনওরকম বার্তা দিতে আসেননি, বরং এই আন্দোলন সম্পর্কে আরও গভীরে গিয়ে জানতে এসেছেন। “আমি এখানে কৃষকদের প্রতি সহমর্মিতা জানাতে এসেছি। আমি কৃষক পরিবারের মেয়ে নই। আমি নিজেও একজন কৃষক নই। কিন্তু ওঁদের সঙ্গে আমার আত্মীক যোগ রয়েছে। কারণ, খাবারের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে।”স্বরা ভাস্কর তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে এরকম বহু ছবি শেয়ার করেছেন, যেখানে কৃষক আন্দোলনে তাঁদের নানা দুঃখ-দুর্দশার কাহিনি ফুটে উঠেছে।