পঞ্চম দফায় আরও কড়া করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। পর্যবেক্ষকদের সঙ্গেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের আগামী দফার নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তাদের পর্যবেক্ষকদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন পর্যন্ত রাজ্য পুলিশই কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের নিরাপত্তা বিষয়টি দেখাশোনা করতো। কিন্তু এখন থেকে ভোটের দিনগুলিতে তাঁদের নিরাপত্তায় রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হবে বলে কমিশন জানিয়েছে। রাজ্য পুলিশের দু’জন আধিকারিকের পাশাপাশি প্রত্যেক পর্যবেক্ষকের সুরক্ষায় হাফ সেকশন অর্থাৎ চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবেন। এই মর্মে নির্দেশিকা জারি করেছে কমিশন। কোচবিহারের শীতলকুচির ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।আগামী ১৭ এপ্রিল রাজ্যের পঞ্চম দফায় ছয় জেলায় ৪৫ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। সূত্র মারফত জানা গেছে, পঞ্চম দফায় মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। যার মধ্যে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে শুধুমাত্র ভোটের কাজে।