উত্তর প্রদেশঃ গরুর শেষকৃত্যে হাজির হাজার হাজার মানুষ। রীতিমতো ব্যান্ড বাজিয়ে, শোভাযাত্রা করে তার শেষকৃত্য সারেন আলিগড়ের মামিন গ্রামবাসীরা। আর এই সবটাই করা হয় সোশ্যাল ডিস্টেনসিংকে বিধি নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে। এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকার ১৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ইতিমধ্যে ১২৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ও ২৫ জন নির্দিষ্ট অভিযুক্তের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কঠোরভাবে সামাজিক দূরত্ব মানতে জোর দিচ্ছে প্রশাসন। কিন্তু আমজনতার তাতে থোড়াই কেয়ার। তাদের সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।