প্রায় ২০০ কোটি টাকা মূল্যের জমি নিয়ে বিবাদের জেরে প্রাক্তন হকি খেলোয়াড় প্রবীণ রা-ও সহ একই পরিবারের তিন সদস্যকে অপহরণের অভিযোগে তেলেগু দেশম পার্টির নেত্রী ও চন্দ্রবাবু নাইডু মন্ত্রিসভার প্রাক্তন সদস্য ভূমা অখিল প্রিয়াকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশ। অপহরণের ঘটনায় অভিযুক্ত অখিল প্রিয়ার স্বামী ভার্গব রাম ও তাঁর বাবার বন্ধু এ ভি সুব্বা রেড্ডি। যদিও ধৃত টিডিপি নেত্রীর অভিযোগ, ‘রাজনৈতিক উদ্দেশেই তাঁকে ফাঁসানো হয়েছে।’ অপহরণের মামলায় প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারের ঘটনা জানাজানি হতেই শোরগোল বেঁধে যায়। পুলিশের কাছে প্রবীণ অভিযোগ করেন, মূলত একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিনই তাঁদের সঙ্গে বিরোধ চলছিল রায়লসীমার টিডিপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভূমা অখিল প্রিয়ার। আগেও বেশ কয়েকবার টিডিপি নেত্রীর ঘনিষ্ঠরা হুমকি দিয়েছিলেন। অভিযোগ পেয়েই অখিল প্রিয়ার বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। তার বেশ কয়েক ঘন্টা বাদে গ্রেফতার করা হয় অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর ঘনিষ্ঠ নেত্রীকে।পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত এগারোটা নাগাদ হায়দরাবাদের বোবেনপল্লীতে প্রাক্তন হকি খেলোয়াড় প্রবীণ রাওয়ের বাড়িতে হানা দেয় ১৫ জনের মতো দুষ্কৃতী। নিজেদের আয়কর আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ভুয়ো সার্চ ওয়ারেন্ট দেখিয়ে তল্লাশি চালানোর নামে প্রবীণ ও তাঁর দুই ভাইকে একটি ঘরে বন্ধ করে দিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। পরিবারের বাকি সদস্যদের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তাঁরা। প্রায় ঘন্টা তিনেক বাদে ওই বাড়িতে হাজির হন তেলেঙ্গানার শুল্ক মন্ত্রী শ্রীনিবাস গৌড় ও হায়দরাবাদের পুলিশ কমিশনার। কিছুক্ষণ বাদেই পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘরের দরজা ভেঙে প্রবীণ ও তাঁর দুই ভাইকে উদ্ধার করা হয়।