রানওয়ে সংস্কারের জন্যে আজ থেকে বন্ধ হল বাগডোগরা বিমানবন্দর। টানা ১৫ দিন বন্ধ থাকবে এই বিমানবন্দর। বিমান ওঠানামা বন্ধ থাকবে। যার ফলে সমস্যায় পড়ছেন পর্যটক থেকে সাধারন যাত্রী, চিকিৎসা করাতে ভিন রাজ্যে যাওয়া যাত্রীরা। বাগডোগরা বিমানবন্দর বন্ধ থাকলে বড়সড় প্রভাব পড়বে পর্যটন শিল্পে। সেকথা মাথায় রেখে ৩ জোড়া স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা উত্তর-পূর্ব সীমান্ত রেলের। কিন্তু রানওয়ে সংস্কার করা না হলে বিমান পরিষেবাও ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। মাঝে দিন কয়েক রানওয়েতে ফাটলের জেরে বিমান পরিষেবা ভেঙে পড়েছিল। আর এই রানওয়ে সংস্কারের কথা গত জানুয়ারি মাসেই জানিয়ে দিয়েছিল বায়ুসেনা। সেই মতো এপ্রিলে ১৫ দিন পরিষেবা বন্ধ থাকছে। সংস্কারের কাজ শুরু করেছে বর্ডার রোডস অর্গানাইজেশনের জওয়ানেরা। সপ্তাহেই চালু হচ্ছে তিনটি স্পেশাল ট্রেন। গুয়াহাটি থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, পর্যটকদের চাহিদা মেটাতে ৩টি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। কামাক্ষা ও শিয়ালদার মধ্যে এক জোড়া, এনজেপি ও হাওড়ার মধ্যে এক জোড়া এবং রাঙাপারা ও পুরীর মধ্যে চলবে এক জোড়া ট্রেন। প্রতিটি ট্রেনই সপ্তাহে একদিন করে চলবে। কামাক্ষা ও শিয়ালদহের মধ্যে বিশেষ ট্রেন চালু হচ্ছে ১৬ এপ্রিল, এনজেপি ও হাওড়ার মধ্যে ১৪ এপ্রিল এবং রাঙাপারা-পুরী বিশেষ ট্রেনের পরিষেবা চালু হচ্ছে ১৮ এপ্রিল থেকে। মূলত পর্যটকদের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হচ্ছে। রেলের এই সিদ্ধান্তে খুশির আবহ পর্যটন মহলে।