কলকাতা

আগামী ৫ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস 

চলতি সপ্তাহে গরম থেকে রেহাই। একটানা ঝড়বৃষ্টির পূর্বাভাস বাংলায়। যার জেরে তাপমাত্রার পারদ নিম্নমুখী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। প্রত্যেকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৩ ও ২৪ মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ২৫ মে জেলায় দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।