আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। আজ সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। বাতাস অতিরিক্ত আর্দ্রতার কারণে দিনের বেলায় অসহনীয় ভ্যাপসা গুমোট গরমে টেকা দায় হয়ে গিয়েছিল। তবে বিকেলের পর থেকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। বেশ কিছু জায়গায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে বলে খবর। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী চারদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি ও কালবৈশাখির সম্ভাবনা রয়েছে । ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ।