বন দপ্তরের পাতা জালে নয়, নিজেই অবশেষে জঙ্গলে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগার । সোমবার ভোরের দিকে সুন্দরবনের গারাল নদী পেরিয়ে পঞ্চমুখানি দিয়ে পার হয়ে গভীর জঙ্গলে ঢুকে যায় বাঘটি। স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্রামবাসীরা। বনদপ্তর সূত্রে খবর, রবিবার রাতভর দপ্তরের কর্মীরা গ্রামের দিকে রাতপাহারা ব্যবস্থা করেন। এলাকা নেট দিয়ে ঘিরে রাখা হয়। লোকালয় থেকে বাঘকে তাড়াতে এত সব ব্যবস্থা করা হয়েছিল। তবে ভোরের দিকে সে নিজেই চলে যায় ডেরায়। রবিবার রাতভর বন দফতরের পক্ষ থেকে গ্রামের মধ্যে পটকা ফাটানো হয়। আজ সকালে গড়াল নদী লাগোয়া চড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। কর্দমাক্ত জমিতে বাঘের পায়ের ছাপ দেখে এ বিষয়ে নিশ্চিত হন স্থানীয় বাসিন্দা ও বনকর্মীরা। বনকর্মীদের অনুমান অবশেষে গড়াল নদী সাঁতরে পঞ্চমুখানি দিয়ে গভীর জঙ্গলে বাঘ ফিরে গিয়েছে। বাঘ জঙ্গলে ফিরে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোসাবা ব্লকের বাসিন্দারা।