কলকাতা

আজ বিজেপির নবান্ন অভিযান, কড়া পুলিশি নিরাপত্তা

 মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগের বিরুদ্ধে বিজেপির এই কর্মসূচি। তিনটি মিছিল নবান্নের উদ্দেশে রওনা দেবে। যার নেতৃত্বে থাকবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির এই অভিযানের জন্য বন্ধ থাকবে হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতু। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। পাশাপাশি হওড়া ব্রিজ বন্ধ থাকবে বেলা ১২টা থেকে বিকেল ৪টে।  সকাল থেকে হাওড়া সিটি পুলিশের তরফে হাওড়া ময়দানে লোহার ব্যারিকেট করে দিয়ে ঘিরে রাখা হয়েছে। আনা হয়েছে জল কামান। নবান্নর সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী  হাওড়া ময়দান পরিদর্শন করে দখেন। এর পাশাপাশি পুলিশের তরফে কলেজ স্কোয়ার চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পথে নামানো হচ্ছে দু’হাজার পুলিশকর্মীকে। বিশেষ নজরদদারিতে থাকবেন স্পেশাল সিপি দময়ন্তী সেন। থাকবেন ২ জন অ্যাডিশনাল সিপি, ১৮ জন ডিসি, ৩২ জন এসি, ৬২ ইন্সপেক্টর, সারজেন্ট ও সাব ইন্সেপেক্টর মিলিয়ে তাকবেন ১২৪ জন, অ্যাসিসট্যান্ট সাব ইন্সেপেক্টর ১২৬ জন ৭৭৪ জন কনস্টেবল, লেডি ইন্সেপেক্টর পাঁচ জন, লেডি সাব ইন্সেপেক্টর ২১, অ্যাসিট্যান্ট লেডি সাব ইন্সেপেক্টর ২৬ জন এবং লেডি কনস্টেবল ১১৪ জন।  পাশাপাশি নিয়ন্ত্রণে পাঁচটি জল কামান ও বজ্রের সঙ্গে থাকবে ২টি অ্যাম্বুল্যান্স। অন্যদিকে, ড্রোন ক্যামেরার মাধ্যামে চলবে নজরদারি। এছাড়াও মিছিল নিয়ন্ত্রণে সিজার ব্যারিকেড, গার্ডরেল, লাঠি, ঢাল, টিয়ার গ্যাস। সঙ্গে থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। পুলিশ সূত্রে খবর, মিছিল হাওড়া ব্রিজের ঢোকার মুখে আটকানো হবে।  অন্যদিকে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, এই বৃষ্টি বিজেপির ক্ষেত্রে কোনও বিষয় না। পশ্চিমবঙ্গ রক্ষার জন্য ঝড়, বৃষ্টি যাই হোক না কেন, আজ বিজেপির বড় ঝড় হবে। পাশাপাশি শিয়ালদহ স্টেশনে দিলীপ ঘোষের নেতৃত্বে শুরু হবে মিছিল। ইতিমধ্যে তিনি হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন। এই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে এমজি রোড থেকে হাওড়া ব্রিজ যাবে। অপরদিকে হাওড়া থেকে দুটি মিছিল বেরোবে নবান্নের উদ্দেশে। হাওড়া ময়দান থেকে একটি মিছিল বের হবে। এর নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর একটি মিছিল সাঁতরাগাছি থেকে বের হবে। নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দুটি মিছিল আটকানোর ক্ষেত্রেও কড়া পুলিশি ব্যবস্থা রাখছে হাওড়া সিটি পুলিশ। বিজেপির কোনও মিছিলেরই অনুমতি দেয়নি পুলিশ। তবু দলের রাজ্য নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, পুলিশ অনুমতি না দিলেও অভিযান হবে। গোলমাল হলে তার দায় রাজ্য প্রশাসনের।