জেলা

আক্রান্ত সংখ্যলঘু উন্নয়নমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, লাঠির আঘাতে ফাটল মাথা, অভিযুক্ত বিজেপি

কলকাতা থেকে বাড়ি  ফেরার পথে আক্রান্ত হলেন মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী গিয়াসুদ্দিন মোল্লা ও তাঁর ভাই মুজিবুর মোল্লা। আক্রমণকারীদের লাঠির আঘাতে মাথা ফাটে তাঁর। আহত হয়েছেন তাঁর এক নিরাপত্তারক্ষীও। দু’জনকেই স্থানীয় বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি আশ্রিত দুস্কৃতীরাই এই হামলা করেছে বলে অভিযোগ। এই ঘটনার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করেন। একটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে উস্তি থানার বিশাল পুলিশ বাহিনী।  যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি শেষ পাওয়া খবর পর্যন্ত। ঘটনার জেরে NH-117-এর একাংশে যান চলাচলও বন্ধ থাকে।