ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। এবার এক তৃণমূল প্রার্থীর ভাইকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ উঠল। অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটার গীতালদহ এলাকায়। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, দিনহাটার গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোরামের প্রার্থী তথা বিদায়ী প্রধান বিজলি খাতুন। মঙ্গলবার তাঁর হয়েই প্রচার করেছেন ভাই সাহানুর। সেই প্রচার সেরে বাড়ি ফেরার পথে সাহানুর হককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর পেটে গুলি লাগে। ঘটনার পর উত্তেজনা তৈরি হয় এলাকায়। তড়িঘড়ি গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনার পিছনে রয়েছে বিজেপি। যদিও গেরুয়া শিবিরের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।