জেলা

রণক্ষেত্র ভাঙড়, পুলিশকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ

ভাঙড়ে পুলিশকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। মঙ্গলবার ভাঙড়ের ২ নম্বর ব্লকের বিডিও অফিসের কাছেই বিজয়নগর বাজার এলাকায় ৭০টি বোমাবাজি ও ৭ রাউন্ড গুলি চলারও অভিযোগ উঠেছে। আইএসএফ প্রার্থীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় বিডিও অফিসে আইএসএফ প্রার্থী। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার জন্য বিডিও অফিসের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তারপরও মুড়ি মুড়কির মতো বোমাবাজিতে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিন নওশাদ সিদ্দিকির নেতৃত্বে আইএসএফের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি ছিল ভাঙড়ে। এই ঘটনাকে কেন্দ্র করেই এদিন উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। এ বিষয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক বলেন, গণতন্ত্রকে হত্যা করছে ভাঙড়ের তৃণমূলের নেতারা। পাল্টা ক্যানিং পূর্বের তৃণমূলের বিধায়ক শওকাত মোল্লা বলেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা এখানে আসবে। তাই তা বানচাল করার জন্য নওশাদ নিজে দাঁড়িয়ে এই উত্তেজনা তৈরি করতে চাইছে।  জানা গিয়েছে, সোমবার ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিয়ে যাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। সেই সময় তাঁদরে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময় ভাঙড় ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজারে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে।