তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যায় চেষ্টার ঘটনায় বিহার থেকে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো লালবাজার গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ গ্রেফতার প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের দায়িত্বপ্রাপ্ত আইপিএস বলেন, “কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা সোমবার বিহারের বৈশালী এলাকায় তদন্ত চালিয়ে লক্ষন শর্মা ওরফে ছোটু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন । তাকে মঙ্গলবার ভোরে কলকাতায় নিয়ে আসা হয়েছে ৷ এদিন তাকে আদালতে পেশ করা হবে । পরে নিজেদের হেফাজতে চেয়ে তাকে জেরা করবেন তদন্তকারীরা ।” মূলত, ঘটনার দিন এই লক্ষ্মণ শর্মার ভূমিকা ঠিক কী ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা । উল্লেখ্য, কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনায় লক্ষ্মণকে নিয়ে এখনও পর্যন্ত মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এরা প্রত্যেকেই বিহারের গ্যাংস্টার সদস্য বলে প্রাথমিক অনুমান লালবাজারের। এর আগে এই ঘটনায় যুক্ত সন্দেহে যুবরাজ সিং নামে এক শার্প শ্য়ুটার, এক ট্যাক্সি চালক, এই ঘটনার মাস্টারমাইন্ড গুলজার এবং বিহার থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে লালবাজার ।