জেলা

যাদবপুরকাণ্ডে মৃত পড়ুয়ার বাড়িতে তৃণমূলের প্রতিনিধিদল

নদিয়ার বগুলা থেকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়তে এসে মর্মান্তিক পরিণতি ছেলের। গত বুধবার রাতে যাদবপুরের মেইন হস্টেলের নীচে উদ্ধার হয় দেহ। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। কয়েকদিন ধরে যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। এদিন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা দেখা করেন যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্রের মা-বাবা-ভাই ও পরিবারের বাকিদের সঙ্গে দেখা করেন ৫ সদস্যের দল। ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্প মন্ত্রী শশী পাঁজা, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং সায়নী ঘোষ । মৃতের মাকে ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘আতঙ্ক করতে হবে না। আপনার ছোট ছেলেকে কলকাতায় পড়াবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওকে দেখবেন।’