গতকাল রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কার পর আজ, বৃহস্পতিবার তৃণমূল সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল গেল হাতরাসে। এদিন তারা হাতরাসকাণ্ডের ওই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে চায়। এই মুহূর্তে ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদারদের ওই প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন হাতরাসে। প্রবেশের মুখেই তাঁদের ঢুকতে বাধা দিচ্ছে যোগীর পুলিস। হাথরসে ঢোকার মাত্র দেড় কিলোমিটার আগে সাংসদ ডেরেক ও’ ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল ও মমতাবালা ঠাকুর(প্রাক্তন সাংসদ)-কে আটকে দেওয়া হয়। বাধার মুখে পড়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদরা। সেইসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পড়ে যান ডেরেক ও’ ব্রায়েন। ইন্ডিয়া গেটের সামনে জমায়েত যাতে না হয় তার জন্য সক্রিয় দিল্লি পুলিস। ডেরেক বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে পরিবারের সঙ্গে দেখা করতে এবং সমবেদনা জানাতে হাথরস এসেছি । আমরা সমস্ত প্রোটোকল বজায় রাখছি । আমাদের কাছে তো অস্ত্রশস্ত্র নেই । তবে কেন আমাদের থামানো হচ্ছে ? এটা কী ধরনের জঙ্গলরাজ যে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতেও নির্বাচিত সাংসদদের বাধা দেওয়া হচ্ছে ! নির্যাতিতার বাড়ি আর মাত্র ১.৫ কিলোমিটার পথ । হেঁটেই যাব আমরা ।” কাকলি ঘোষদস্তিদারও। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান কী ঘটেছে । আমরা নির্যাতিতার মায়ের সঙ্গে দেখা করতে চাই । আমাদের এভাবে আটকে দেওয়া হল । বিজেপি সরকারের আমলে মহিলারা নিরাপদে নেই । এই সরকারের বিরুদ্ধে সকলের গর্জে ওঠা উচিত । বিজেপি সরকারকে আমরা জানাতে চাই, দেশে এখনও গণতন্ত্র আছে ।” দেখুন সেই ভিডিও –