রামপুরহাট কাণ্ড নিয়ে মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির সাংসদেরা। বুধবার একই ইস্যুতে শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল সাংসদেরা। ইতিমধ্যে তাঁর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন তাঁরা। এদিন সংসদে দাঁড়িয়ে এ কথা জানিয়েছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।বিজেপির বিরুদ্ধে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বগটুই গ্রামের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পারিবারিক বিবাদের এই ঘটনা ঘটেছে। বিজেপি, সিপিএম রাজনৈতিক রঙ চড়ানোর চেষ্টা করছে।” এর পরই তিনি জানান, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করব। তাঁকে বগটুইয়ের ঘটনা পুরোটা জানাব।”